![ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট! ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2023January/aliya-bhatt-2301221609.jpg)
অভিনেত্রী আলিয়া ভাট
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অভিনেত্রী আলিয়া ভাট! কন্যা রাহার বয়স সবে মাত্র তিন মাস। এর মাঝেই নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে।
শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা আলিয়া। সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপূরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। কিছুদিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করান এই অভিনেত্রী। তারপর থেকেই জল্পনা ছড়ায়, দ্বিতীয়বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।
গত বছরের ১৪ এপ্রিল রণবীর কাপূরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। পরে জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।
সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বেরোন কপূর দম্পতি। যদিও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারা। আলোকচিত্রীদের দু’বছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন।
এদিকে, আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন কাপূর পরিবারের ঘনিষ্ঠদের কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
এর আগেরবার অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের বিরতি নেননি অভিনেত্রী। একের পর এক কাজ করে গিয়েছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।
এমএইচ