ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

মুহিন-লিজার ‘যতনে’

প্রকাশিত: ১৭:১৬, ৪ জানুয়ারি ২০২৩

মুহিন-লিজার ‘যতনে’

কণ্ঠশিল্পী মুহিন ও লিজা

নতুন বছরে  ‘যতনে’ শিরোনামের একটি গানটির মিউজিক ভিডিও নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মুহিন ও লিজা। হাবিব সিরাজি বাব্বুর কথায় গানটির সুর করেছেন সুজন আরিফ। সংগীত পরিচালনা করেছেন সীমন। 

এতে মডেল হয়েছেন মুহিন ও মোহনা মীম। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। মিউজিক ভিডিওটি মুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। 

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে মুহিন বলেন, প্রথমবার অডিও গানে আমাকে আর লিজাকে একসঙ্গে দর্শক-শ্রোতারা পাবেন। এটি স্টেজে গাওয়ার মতো একটি গান। গানের কথা ও সুর শ্রোতারা দারুণ উপভোগ করতে পারবেন বলে আশা করছি। 

মিউজিক ভিডিওতে দর্শক-শ্রোতা নতুননত্ব পাবেন। গানের কথার সঙ্গে সমন্বয় করে নির্মাতার গল্প তৈরি করেছেন। এদিকে মুহিন বর্তমানে নিজের গানের বাইরে বিভিন্ন শিল্পীর জন্যও নিয়মিত সুর ও সংগীত পরিচালনা করছেন বলে জানান। 

নতুন গানের পাশাপাশি স্টেজ শোতেও বেশ ব্যস্ত সময় পার করছেন এ তারকা।

 

সম্পর্কিত বিষয়:

×