ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

শফি মন্ডলের ‘মরণের ফাইল’

প্রকাশিত: ১৯:০৬, ২৮ ডিসেম্বর ২০২২

শফি মন্ডলের ‘মরণের ফাইল’

বাউল শিল্পী  শফি মন্ডল

‘মরণের ফাইল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন বাউল শিল্পী শফি মন্ডল। এইচ এম নিপুর কথা-সুর ও অপু রায়হানের সংগীতায়জনে এটি এইচ এম এর ব্যানারে মুক্তি পেয়েছে। 

‘মরণের ফাইল’-এ মৃত্যু সংক্রান্ত বাস্তবিক বিষয়গুলো তুলে ধরে অসাধারণ একটা মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, রূপান্ত, মতিউর, সাবিনা রনি, কাশফিয়াসহ আরও অনেকে। 

গানটি সম্পর্কে এইচ এম নিপু বলেন, ‘মরণের ফাইল’ গানটির কথা সৃষ্টি হয়েছে কোনো এক নির্ঘুম মধ্যরাতে। যেদিন বারবার মনে হচ্ছিলো মৃত্যু মানুষের কতো নিকটবর্তী একটা বিষয়। সবসময় আমাদের মনে ভাবনা থাকে কখন না কখন আজরাইল চলে আসে। আমরা মানুষ মৃত্যুর পর এমন এক জীবন পাবো যে জীবনে চন্দ্র-সূর্য, আলো-বাতাস কিচ্ছু প্রয়োজন হবেনা। সেদিন শুধু আপন থাকবে ছোট্ট একটা ঘর যেখানে চারদিকে থাকবে শুধু মাটির সুবাস। এমন বাস্তবিক ভাবনা থেকেই মরণের ফাইল গানটি লেখা। 

গানটি সম্পর্কে শফি মন্ডল বলেন, মরণের ফাইল গানটি গাওয়ার প্রস্তাব যখন আসে তখন গানটির কথা ও সুর শুনে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম একটা গানের কথা এতটা বাস্তবিক হতে পারে কি করে। মৃত্যু কতটা কাছাকাছি এইচ এম নিপুর কথা ও সুরে এই গানটি শুনে যে কেউ উপলব্ধি করতে পারবে। প্রত্যেকটি মানুষের প্রতিনিয়ত উপলব্ধি করা উচিৎ যে আজরাইল যে কোনো সময় আমাদের মরণের ফাইল খুলতে পারে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×