ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পড়ে গিয়ে আঙুল মচকে গেছে পরীমনির 

প্রকাশিত: ১৯:২১, ২৪ ডিসেম্বর ২০২২

পড়ে গিয়ে আঙুল মচকে গেছে পরীমনির 

পরীমনি

চিত্রনায়িকা পরীমনি শুক্রবার দুপুরে হাসপাতালের বিছানায় বিছিয়ে রাখা তর্জনী আঙুলে ব্যান্ডেজের দুটি ছবি পোস্ট করেন তার ফেইসবুক আইডিতে। ক্যাপশনে লেখেন, ‘গিফট’। সঙ্গে জুড়ে দেন ২২.১২.২২ তারিখটি।

ছবি দুটি দেখার পর উৎকণ্ঠিত হয়ে ওঠে পরীমনি ভক্তরা। কমেন্টে জানতে চান কী হয়েছে? তবে ফেইসবুকে কারও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

পরীমনি বলেন, “তেমন কিছু না। পড়ে গিয়ে আঙুল মচকে গেছে। হাড়ে সামান্য ফ্রাকচার ধরা পড়েছে। “রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। ঠিক হতে মাস দুয়েক সময় লাগবে। এছাড়া সব ঠিকঠাক আছে। কোনো সমস্যা নেই।” 

গত আগস্টে মা হয়েছেন এ নায়িকা। তার কয়েকমাস আগে থেকে বন্ধ করেছেন সিনেমার কাজ। তবে মাঝে মাঝে সিনেমার প্রচারে দেখা গেছে এ নায়িকাকে।

গত মঙ্গলবার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার সংবাদ সম্মেলনের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন এ নায়িকা। শিশুতোষ চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।

এর মধ্যে ভক্তদের মনে প্রশ্ন ঘুরছে- কবে আবার অভিনয়ে নিয়মিত হবেন এই চিত্রনায়িকা? সেই কৌতূহলের অবসানে এই নায়িকা জানান আরও খানিকটা সময় নেবেন তিনি।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×