ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বড়দিনে আসছে কণ্ঠশিল্পী ন্যান্সি কন্যা রোদেলার ‘স্বপ্ন বিলাস’

প্রকাশিত: ১৬:৩০, ২৪ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৮:৩৩, ২৪ ডিসেম্বর ২০২২

বড়দিনে আসছে কণ্ঠশিল্পী ন্যান্সি কন্যা রোদেলার ‘স্বপ্ন বিলাস’

মার্জিয়া বুশরা রোদেলা

গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। মার্জিয়ার বয়স মাত্র ১৪ বছর। বড়দিনে শুভাকাঙ্ক্ষীদের জন্য নিজের তৃতীয় মৌলিক গান ‘স্বপ্ন বিলাস’ নিয়ে আসছেন রোদেলা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। 

আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে রোদেলার ‘স্বপ্ন বিলাস’ গানটি গায়িকা ন্যান্সির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘এন প্রোডাকশন’ থেকে প্রকাশ করা হবে।

গানটির বিষয়ে গণমাধ্যমকে রোদেলা বলেন, আগের গানে সবার সাড়া ও ভালোবাসা পেয়েছিলাম। শ্রদ্ধেয় সেতু চৌধুরী আমার জন্য আশীর্বাদ। তিনি আমাকে ধৈর্য ধরে অনেক সময় নিয়ে গানটির কাজ সম্পন্ন করিয়েছেন। তিনি অভিভাবকের মতো নির্দেশনা দিয়েছেন। আশা করছি এই গানটিও সবার ভালো লাগবে। 

২০২১ সালের ৬ জুন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন গান প্রকাশ করেন গায়িকা ন্যান্সিকন্যা রোদেলা। এরই মাঝে কেটে গেছে এক বছরেরও বেশি। 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×