ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

আর্জেন্টিনাকে কটূক্তির কারণ জানালেন আসিফ

প্রকাশিত: ১৯:০৯, ১৮ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনাকে কটূক্তির কারণ জানালেন আসিফ

কন্ঠশিল্পী আসিফ আকবর

জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে ফুটবল দুনিয়ার পরাশক্তি আর্জেন্টিনাকে নিয়ে অপমানজনক মন্তব্য করতে দেখা যায়। 
এতে তার ওপর নাখোশ হন আর্জেন্টাইন  সমর্থকরা। নেট দুনিয়ায় নিন্দার ঝড় তোলেন তারা। এবার আর্জেন্টিনাকে নিয়ে ওই মন্তব্যের কারণ জানালেন আসিফ।

সম্প্রতি এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। রুনা আপার (কণ্ঠশিল্পী রুনা লায়লা) জন্মদিনের অনুষ্ঠানে আমি কথায় কথায় বিষয়টি এড়িয়ে যাচ্ছিলাম। আর্জেন্টিনার বিষয়ে কথা বলতে চাই না, আর্জেন্টিনার সমর্থকের সঙ্গে তর্ক করতে চাই না। 

এক সাক্ষাৎকারে আর্জেন্টিনাকে নিয়ে কটূক্তি করার কারণ ব্যাখ্যা করে আসিফ বলেন, ‘এগুলো হচ্ছে মজা। ধরুন আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আপনি আর্জেন্টিনার সমর্থক। এখন আপনি আমাকে উত্তেজিত করতে প্রশ্ন করলেন নেইমারকে নিয়ে কিংবা ব্রাজিলকে নিয়ে। সেটা কিন্তু মানুষ শুনবে যে আমি কী বললাম। কিন্তু আপনি কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করেছেন সেটা বুঝবে না।

কারণ সবার একটা অনুভূতি আছে। আমার প্রচুর ভক্ত আছেন আর্জেন্টিনার সমর্থক। আর আমি কাউকে কষ্ট দিতে চাই না। এক মাসের খেলার জন্য সারাজীবনের সম্পর্ক নষ্ট করার মানে হয় না। কিন্তু আমিও তো একজন সমর্থক। আমারও গায়ে লাগবে। আমি সমর্থক হিসেবে যেটা বলি সেটা আপনার গায়ে যদি লাগে তাহলে আপনিও নিশ্চয়ই আমার সম্বন্ধে কিছু বলেছিলেন যেটা আমারও গায়ে লেগেছিল। এ ধরনের পাল্টাপাল্টি আক্রমণ থেকেই এসব কথাবার্তা শুরু হয়।’

সবশেষে এ গায়ক বলেন, ‘এখন ওয়ার্ল্ড কাপ শেষ হচ্ছে এসবও শেষ হয়ে যাবে। সবাই এক হয়ে যাবে। আবার চার বছর পর আবার শুরু হবে। এটাই খেলার মজা। কিন্তু ইতিহাস টেনে নোংরামি করে আরেকজনের মুড খারাপ করে তার থেকে বাজে কথা বের করে সংঘাত সৃষ্টি করা উচিত না।’

আসিফ আকবরের প্রিয় ফুটবল দল ব্রাজিল। নিজেকে তিনি দলটির বনেদি সমর্থক মনে করেন। এ ব্যাপারে কাউকে একবিন্দুও ছাড় দেন না। ওই ভিডিওতে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের খুনসুটি হয় কিনা জানতে চাইলে আসিফ বলেছিলেন, ‘আমি আর্জেন্টিনার সঙ্গে তর্ক করি না। তাদেরকে আমার লোভেলের মনে করি না।’

আর্জেন্টিনাকে নিয়ে আসিফের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তার সমালোচনায় সরব হন নেটিজেনরা। তার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্যের কারণ ব্যাখা করলেন এ গায়ক।
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×