ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বলিউড তারকা ঐশ্বরিয়ার নামে জাল পাসপোর্ট

প্রকাশিত: ১৭:৩৭, ১৭ ডিসেম্বর ২০২২

বলিউড তারকা ঐশ্বরিয়ার নামে জাল পাসপোর্ট

জাল পাসপোর্ট

বলিউড তারকা ঐশ্বরিয়া এক নিজের পছন্দের নাম-ঠিকানা ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ১৬ ডিসেম্বর ঐশ্বরিয়ার একটি জাল পাসপোর্টসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রতারকদের।

জানা গেছে, উদ্ধারকৃত পাসপোর্টে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার স্থায়ী ঠিকানা দেওয়া রয়েছে গুজরাট। অন্যদিকে জন্ম তারিখ ১৮ এপ্রিল, ১৯৯০ সাল লেখা রয়েছে। পুলিশ প্রাথমিক পর্যায়ে পাসপোর্টটি নকল বলেই মনে করছে।

পুলিশের একটি সূত্র বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ওকোলোই ড্যামিওন ও একি উফেরেমভুকওয়ে। যারা উভয়ই নাইজেরিয়ার নাগরিক। এছাড়া তৃতীয় ব্যক্তি অ্যাডউইন কলিনস, তিনি ঘানার নাগরিক।

প্রতারক চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ রুপির প্রতারণার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকালে ৩০০০ ডলার, প্রায় ১১ কোটি জাল রুপিসহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে।

শুধু তাই-ই নয়, স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সঙ্গে প্রতারণা করেছিল এই প্রতারক চক্র। এখন ভারতীয় পুলিশ এই প্রতারক চক্রের প্রধানের সন্ধানে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, শুধু এবারই নয়, আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট জাল করে জালিয়াতির ঘটনা ঘটেছিল।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×