ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জিৎ-মিমের শুটিং শুরু

প্রকাশিত: ১৯:২৬, ১৫ ডিসেম্বর ২০২২

জিৎ-মিমের শুটিং শুরু

জিৎ-মিম

নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত 'মানুষ' সিনেমায় মন্দিরা নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনয় করছেন বিদ্য সিনহা মিমকে। 

কলকাতার অভিনেতা জিৎ প্রযোজিত, অভিনীত সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চাটার্জী, সৌরভ চক্রবর্তীসহ অনেকেই। মিম এর আগে জিতের বিপরীতে 'সুলতান: দ্য সেভিয়র' নামের সিনেমায় অভিনয় করেছিলেন।  

বিদ্যা সিনহা মিম দ্য  বলেন, 'মানুষ' সিনেমায় বেশ অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। বিষয়টা কাউকে জানানো হয়নি কিছু কারণে। ৩ দিন আগে কলকাতায় এসেছি। বহস্পতিবার থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। এর আগে জিৎ দা'র সঙ্গে 'সুলতান: দ্য সেভিয়র' সিনেমায় অভিনয় করেছিলাম।'

জিৎ কয়েকদিন আগে নিজের জন্মদিনে 'মানুষ' শিরোনামের এই সিনেমার ঘোষণা দিয়েছেন নিজের প্রযোজনা সংস্থা 'জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড' থেকে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×