ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন অবতারে উরফি

প্রকাশিত: ১৮:৩৪, ৮ ডিসেম্বর ২০২২

নতুন অবতারে উরফি

উরফি জাভেদ। ছবি: ইন্টারনেট থেকে

পোশাক পরেননি, তা নয়! শরীরকে সাজাতে কাপড় কিংবা যে কোনো কিছুর কত রকম ব্যবহার আছে, তা গুলে খেয়েছেন উরফি জাভেদ। এবার ধরা দিলেন স্বচ্ছ সবুজ জালে। পা থেকে নাক অবধি সেই জালেই জড়ানো তার শরীর। স্তন এবং নিম্নাঙ্গ আড়াল করেছেন একই রঙের অন্তর্বাসে। তার উপর দিয়েই ভূষণ হয়েছে সেই সবুজ জাল। 

যাতে দৃশ্যমান তার গোটা শরীর। তবে অলঙ্কার পরতেও ভোলেননি উরফি। সাজ সম্পূর্ণ করতে গলায় পরেছেন একটি ভারী সোনালি নেকলেস। সেটা অবশ্য জালের বাইরেই রয়েছে। পায়ে ত্বকের রঙের হিল, যার স্ট্র্যাপ জালের মধ্যে, হিলটুকু বাইরে।

উরফির এই নতুন অবতারের জন্য অপেক্ষায় ছিলেন সকলেই। বুধবার সন্ধ্যায় এই পোশাকে মুম্বাইয়ের রাস্তায় বেরোতে আলোকচিত্রীরা ছেঁকে ধরেন তাকে। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যা দেখে সরব হন নিন্দুকরা।
 
প্রতিক্রিয়া দেখে বোঝা যায় এই পোশাক খারাপ লেগেছে অধিকাংশের। তাদের দাবি, এর চেয়ে কুৎসিত আগে কখনও দেখায়নি উরফিকে!

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×