ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বলিউডের সিনেমায় যাত্রা শুরু জয়ার

প্রকাশিত: ১৭:৪৩, ৭ ডিসেম্বর ২০২২

বলিউডের সিনেমায় যাত্রা শুরু জয়ার

অভিনেত্রী জয়া আহসান

বলিউডের সিনেমায় যাত্রা শুরু করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আজ বুধবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ছবিটির শুটিং হচ্ছে মুম্বাই ও কলকাতায়। তবে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।

সম্প্রতি জয়ার এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে জয়া বলেন, আমার প্রথম হিন্দি সিনেমা এটি। আমার চরিত্রটিও বেশ দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই রাজি হয়ে গেছি।

সিনেমার নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, এই ছবিটি করতে পেরে আমি আনন্দিত। সিনেমাটির গল্পে ষড়যন্ত্রের বিভিন্ন স্তর রয়েছে যেটি সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে। কীভাবে প্রতিকূলতার মুখোমুখি হয়ে লোকেরা একটি শক্তিশালী ইউনিট গঠন করতে একত্রিত হয় তা-ই দেখানো হবে ছবিটিতে।

সিনেমাটির চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়ের। সংগীত পরিচালনা করবেন শান্তনু মৈত্র এবং সম্পাদনা করবেন অর্ঘ্যকমল মিত্র। জয়ার এ সিনেমায় তার বিপরীতে অভিন করছেন পঙ্কজ ত্রিপাঠী, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, বরুণ বুদ্ধদেব, পরেশ পাহুজা প্রমুখ।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×