ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আহত হবার পর কেমন আছেন জানালো সংগীতশিল্পী জুবিন

প্রকাশিত: ১৭:৩৫, ৪ ডিসেম্বর ২০২২

আহত হবার পর কেমন আছেন জানালো সংগীতশিল্পী জুবিন

সংগীতশিল্পী জুবিন নটিয়াল

বলিউডের সংগীতশিল্পী জুবিন নটিয়াল শুক্রবার (২ ডিসেম্বর) সিঁড়ি থেকে পড়ে আহত হন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায়, হাতে গুরুতর চোট পান গায়ক জুবিন নটিয়াল। অস্ত্রোপচারও করতে হয় ডান হাতে। চিড় ধরে পাঁজরে। শুক্রবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়তেই দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়া ভরে যায়।

গতকালকেই সন্ধ্যার দিকে নিজের স্বাস্থ্যের আপডেট দিলেন শিল্পী নিজেই। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন জুবিন।

এ ছবিতে দেখা য়ায়, হাসপাতালের বিছানায় বসে সামনে খাবার রাখা আছে জুবিনের। ছবির ক্যাপশনে লেখেন, ‘সকলের আশীর্বাদের জন্য ধন্যবাদ। ঈশ্বর আমার উপর নজর রাখছিলেন, এবং সেই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আমাকে রক্ষা করেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি এবং সুস্থ হচ্ছি। আপনাদের অফুরন্ত ভালবাসা ও উষ্ণ প্রার্থনার জন্য কৃতজ্ঞ।’
 

 

 

সম্পর্কিত বিষয়:

×