ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কেন চিকিৎসা করাতে কোরিয়া যাচ্ছেন সামান্থা !

প্রকাশিত: ১৩:৫৯, ১ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৪:০০, ১ ডিসেম্বর ২০২২

কেন চিকিৎসা করাতে কোরিয়া যাচ্ছেন সামান্থা !

সামান্থা রুথ প্রভু

মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। যার ফলে মাস কয়েক ধরেই শরীর ভালো নেই অভিনেত্রীর। মায়োসাইটিস হলো পেশির প্রদাহ। এটি একটি বিরল রোগ। এর ফলে পেশি দুর্বল হয়ে যায়। এ রোগের চিকিৎসা করাতে সম্প্রতি আমেরিকা যান অভিনেত্রী। বেশ কিছুদিন ছিলেন সেখানেই।

তার বহু সহকর্মী সে সময় সামান্থার দ্রুত আরোগ্যকামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

আমেরিকায় থাকাকালীন সামান্থা হাসপাতাল থেকেই নিজের স্বাস্থ্য সম্পর্কে নানা খবর শেয়ার করতেন অনুরাগীদের সঙ্গে।

কিন্তু এসবের মাঝেই ছিল সামান্থার 'যশোদা' ছবির মুক্তি। খানিকটা সুস্থ হয়েই ফের দেশে ফেরেন অভিনেত্রী। ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারও দেন। সেখানেই জানান, তার লড়াই কতটা কঠিন। কোনো কোনো দিন যে তিনি ভেঙেও পড়েন, স্বীকার করে নেন।

মাঝে কিছু দিন ঠিক থাকলেও সপ্তাহখানেক আগে ফের হাসাপাতালে যেতে হয় তাকে। এবার চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অভিনেত্রী।

সেখানে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি। যদিও সামান্থার পক্ষ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। তবে তার দ্রুত সুস্থতার অপেক্ষায় অনুরাগীরা।

সূত্র : এনডিটিভি

রাজু

সম্পর্কিত বিষয়:

×