ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাটকীয়তা শেষে ঢাকায় নোরা ফাতেহি

প্রকাশিত: ১৮:২৬, ১৮ নভেম্বর ২০২২

নাটকীয়তা শেষে ঢাকায় নোরা ফাতেহি

নোরা ফাতেহি

নাটকীয়তার পর অবশেষে ঢাকায় এলেন বলিউড তারকা নোরা ফাতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। উইমেন লিডারশিপ করপোরেশনের একটি আয়োজনে অংশ নিতে তিনি ঢাকায় আসেন।

নোরার ঢাকায় আসার খবরটি নিশ্চিত করা হয়েছে আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে। দুটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় গোলাপি রঙের হুডি ও ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন নোরা ফাতেহি।

নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামের যান। বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। সহস্রাধিক ভক্তদের সামনে তিনি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন।

ঢাকার এই আয়োজন শেষে করে আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে নোরা ফাতেহির।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×