ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘কি আছে জীবনে আমার’ গানের গায়ক ইব্রাহীম আর নেই

সংস্কৃতি প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৫৭, ১৭ নভেম্বর ২০২২; আপডেট: ২১:২০, ১৭ নভেম্বর ২০২২

‘কি আছে জীবনে আমার’ গানের গায়ক ইব্রাহীম আর নেই

কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম

আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন এই গায়ক। এসব তথ্য নিশ্চিত করেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। আশির দশকে বিচ্ছেদ ও মরমি গানের জন্য সমাদৃত ছিলেন মো. ইব্রাহীম। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। 

কিছু চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। মো. ইব্রাহীমের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’, ‘কি আছে জীবনে আমার’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’। 

তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে, ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি। 

সবশেষে কয়েক বছর আগে প্রকাশ পায় অ্যালবাম ‘ভাবদরিয়া’। অ্যালবামের বেশির ভাগ গানই ইব্রাহিমের রচনা এবং সুর করা।

এমএস

সম্পর্কিত বিষয়:

×