ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জয়ার ‘নকশীকাঁথার জমিন’ পুরস্কারের জন্য মনোনীত

প্রকাশিত: ১৯:০২, ১৭ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:৩২, ১৭ নভেম্বর ২০২২

জয়ার ‘নকশীকাঁথার জমিন’ পুরস্কারের জন্য মনোনীত

জয়া আহসান

ভারতের ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। 

ভারতের গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছে টিএম ফিল্মস। সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন নির্মাতা। 

দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

বিষয়টি নিয়ে জয়া আহসান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যাল গুলোর একটি "ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া"(IFFI) র ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র "নকশীকাঁথার জমিন" (A tale of two sisters) ICFT- UNESCO Gandhi medal পুরস্কারের এর জন্য মনোনীত হয়েছে ৷ 

আগামী ২৫ নভেম্বরে ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের  মূল স্হান গোয়া'তে আনুষ্ঠানিক ভাবে  হবে "নকশীকাঁথার জমিন"এর ওয়ার্ল্ড প্রিমিয়ার৷ ১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই এ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে৷ 

আমার আনন্দিত হবার বিশেষ কারণ আমার অভিনীত "নকশীকাঁথার জমিন"প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হক এর উপন্যাসিকা অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ৷ "নকশীকাঁথার জমিন" এর সাথে জড়িত আমাদের ইউনিট এবং অন্যান্য সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা৷ 

ধন্যবাদ চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক @Farzana Munni ও প্রযোজনা সংস্থা TM films কে তাদের আন্তরিক সহযোগিতার জন্য।

এসআর

সম্পর্কিত বিষয়:

×