ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এবার বিয়ে করলেন রানু মণ্ডল!

প্রকাশিত: ১২:৪৫, ১৪ নভেম্বর ২০২২; আপডেট: ১৪:৪৬, ১৪ নভেম্বর ২০২২

এবার বিয়ে করলেন রানু মণ্ডল!

রানু মণ্ডলের গলায় মালা পরিয়ে দিলেন স্যান্ডি সাহা।

টলিউডে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ‘স্যান্ডি ওয়েডস রানু’ নিয়ে। এবার রানু মণ্ডলের গলায় বিয়ের মালা পরিয়ে দিয়েছেন স্যান্ডি সাহা।

ফেসবুকে বিয়ের একাধিক ছবি আপলোড করেছেন স্যান্ডি। যেখানে দু’জনের গলায় রজনীগন্ধা ফুলের মালা দেখা যাচ্ছে। স্যান্ডির পরনে রয়েছে টি-শার্ট। আর রানু মণ্ডল পরেছেন লাল নাইটি। কোমরে হাত দিয়ে স্যান্ডির পাশে দাঁড়িয়ে রয়েছেন রানু। একগাল হেসে কাঁধে হাত রেখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন স্যান্ডি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রানুদিকেও বিয়ে করলাম।’

নিছক কৌতুকের ছলেই যে স্যান্ডি-রানুর এই বিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউড। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করেছেন। তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু। খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরেছেন রানাঘাটের ভাঙা বাড়িতে।

অন্যদিকে, স্যান্ডি সাহারও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কীর্তি রয়েছে। কখনও মা উড়ালপুলে উদ্দাম নাচের ভিডিও আপলোড করেন, কখনও আবার নানা রূপ নিয়ে ক্যামেরার সামনে চলে আসেন। 

এর আগে অভিনেতা যশ দাশগুপ্তের হাত থেকে সিঁদুর পরেছিলেন স্যান্ডি। কমলা সিঁদুর স্যান্ডির সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন যশ। সেই ভিডিও আপলোড করে স্যান্ডি সাহা লিখেছিলেন, ‘যশের সঙ্গে বিয়ে করে ফেললাম। আজ থেকে আমি সারাজীবনের জন্য যশের!’ 

গোটা ব্যাপারটা নাকি নুসরাত জাহানেরও নজরে পড়েছিল। অবশ্য সেসব এখন অতীত। এখন রানু মণ্ডলের গলায় মালা পরিয়েছেন স্যান্ডি। তাতেই নতুন করে হাসির খোরাক হয়েছেন।  কেউ লিখেছেন, ‘এটাই বাকি ছিল…’, কেউ আবার পালটা মশকরা করে মন্তব্য করেছেন, ‘ফুলশয্যার ভিডিও চাই।’

এমএইচ

×