ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্যবসায়িক ছুতোয় রাত-দিন মিম ও রাজের মাখামাখি

প্রকাশিত: ১৯:০০, ১১ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:০২, ১১ নভেম্বর ২০২২

ব্যবসায়িক ছুতোয় রাত-দিন মিম ও রাজের মাখামাখি

পরীমণি, শরিফুল ইসলাম রাজ ও মিম

বিয়ের খবর প্রকাশের পর থেকে সন্তান জন্মের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নিজেরদের ভালোবাসার গভীরতা প্রকাশ করতেন পরীমণি ও অভিনেতা রাজ। কিন্তু স্বামী শরিফুল ইসলাম রাজ অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। আর তা থেকেই বুঝা যাচ্ছে তাদের সংসারের নরবরে অবস্থা।

যার সঙ্গে রাজের প্রেমের গুঞ্জন তোলা হচ্ছে তিনি হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্যবসায়িক ছুতোয় রাত-দিন রাজের সঙ্গে মিমের মাখামাখি সংসারে ঝামেলা তৈরি করছে বলেও আজ শুক্রবার বিষয়টি জানান পরী।

শুক্রবার (১১ নভেম্বর) করা এক ফেসবুক পোস্টে পরীমণি নানা বিষয় তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম।’

পরীমণি বলেন, ‘এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

এমএইচ

×