ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোপনে বিয়ে করেছেন মেহজাবিন!

প্রকাশিত: ১২:২১, ৯ নভেম্বর ২০২২; আপডেট: ১২:২৩, ৯ নভেম্বর ২০২২

গোপনে বিয়ে করেছেন মেহজাবিন!

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজিব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আর বর্তমান সময়ের ব্যস্ত নির্মাতাদের একজন আদনান আল রাজিব। তাদের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন কম হয়নি। বেশ অনেক দিন ধরেই মিডিয়াতে গুঞ্জন আছে যে বেশ চুটিয়ে প্রেম করছেন এই দুই তারকা। পাশাপাশি গুঞ্জনও আছে বিয়েও করেছেন তারা। প্রেমের সম্পর্কের জের ধরেই বিয়ে হয়েছে তাদের।

গুঞ্জন কি এবার সত্যি হলো? তবে দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি।

এদিকে আদনান আল রাজিব আর মেহজাবিনের একটি ছবি মিডিয়া মহলে ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা গিয়েছে তারা দুজন মোনাজাত ধরে আছেন। ছবিতে মেহজাবিন- আদনানের বন্ধু মহলের অনেককেই দেখা গেছে।

২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন: ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।

এরপর থেকেই তাদের অনেক ছবিই নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে এবার বেশ কিছু সূত্র বলছে প্রেম পরিণয়ে রূপ দিয়েছেন এই জুটি।

সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরও গিয়েছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।

 

তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন।

কেউ কেউ বলছেন, দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজিব বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন। 

এদিকে গতকাল মেহজাবিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, rest in peace(R.I.P) YELLOW JOURNALISM. 

প্রেমের গুঞ্জন থেকে বিয়ের গুঞ্জন। এখন শুধু জানার অপেক্ষায় সেই গুঞ্জন কতটুকু সত্য।


 

টিএস

×