ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘কারাগার ২’ মুক্তির তারিখ ঘোষণা

প্রকাশিত: ১৭:০৪, ৫ নভেম্বর ২০২২

‘কারাগার ২’ মুক্তির তারিখ ঘোষণা

কারাগার ২

অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত  ‘কারাগার ২’ ওয়েব সিরিজ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২৫০ বছর ধরে একজন মানুষ কারাগারে বন্দি । এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শক মহলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’ ওয়েব সিরিজ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর ভারতীয় প্লাটফর্ম হইচই-এ গত ১৯ আগস্ট সিরিজটি মুক্তি পায়। যা দেখার পর দর্শক মহলে এর দ্বিতীয় পর্ব দেখার আগ্রহ আরও বেড়ে যায়।

এদিকে একই প্লাটফর্মে গতকাল শুক্রবার মুক্তি পায় জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোধ’। সিরিজের শেষে পর্দায় ভেসে উঠে ‘কারাগার ২’ মুক্তির তারিখ। সিরিজটির দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর।

উল্লেখ্য, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ সিরিজের প্রথম পর্বে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিন, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×