ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মেজবান

প্রকাশিত: ১৩:৪১, ৩০ অক্টোবর ২০২২; আপডেট: ১৪:০৮, ৩০ অক্টোবর ২০২২

আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মেজবান

আইয়ুব বাচ্চু

দেশীয় ব্যান্ডসঙ্গীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর ও এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। ২০১৮ সালে মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। 

রুপালি গিটার ফেলে চলে গেছেন সবার প্রিয় এবি বস। কিন্তু আজও তিনি প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে। আছেন রোজকার চর্চায়। গত ১৮ অক্টোবর ছিল বাংলাদেশের রক আইকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ রবিবার (৩০ অক্টোবর) তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং মেজবান এর আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মিউজিশিয়ান'স ক্লাব, ঢাকা এটির আয়োজন করছে। 

প্রসঙ্গত, ১৯৯১ সালে আইয়ুব বাচ্চু  গড়ে তোলেন ব্যান্ড ‘এলআরবি’। এর আগে তিনি দশ বছর ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সংগীতজগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। এবির কণ্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প বলি’। এটি সোলস ব্যান্ডে থাকাকালীন গেয়েছিলেন তিনি। তার প্রথম প্রকাশিত একক অ্যালবামের নাম ‘রক্তগোলাপ’। যেটি প্রকাশ পায় ১৯৮৬ সালে। তার দ্বিতীয় একক অ্যলবাম ‘ময়না’ প্রকাশ পায় ১৯৮৮ সালে। বেশ শ্রোতাপ্রিয়তা পায় অ্যালবামটি।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×