ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ডেঙ্গু নিয়েই শুটিংয়ে ফিরলেন সালমান খান

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ অক্টোবর ২০২২

ডেঙ্গু নিয়েই শুটিংয়ে ফিরলেন সালমান খান

সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েও শুটিংয়ে ফিরেছেন। 

জে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘শুটিংয়ে ফেরার জন্য আমায় কেউ জোর করেননি। আমি নিজে থেকেই শুরু করেছি, কারণ এটা আমার কাজ।’

সালমানের অসুস্থতার কারণে ‘বিগ বস’-এর তিনটি পর্ব সঞ্চালনা করেছেন প্রযোজক পরিচালক কর্ণ জোহর। তবে সাত দিনের বিরতির পর আবারও কাজে ফিরলেন ভাইজান।

তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিস্থিতি খুব গুরুতর নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন। শুধু ‘বিগ বস’ নয়, খুব শীঘ্রই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শুটিং। তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ ছিল না সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রেখেছেন পরিচালক।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×