ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী প্রীতম-অভিনেত্রী শেহতাজ 

প্রকাশিত: ১৬:৩৫, ২৮ অক্টোবর ২০২২

বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী প্রীতম-অভিনেত্রী শেহতাজ 

প্রীতম-শেহতাজ 

সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটলে এ গায়ে হলুদের আয়োজন করা হয়।

গায়ে হলুদের অনুষ্ঠানে প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের পরিবারের সদস্য ও তাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রীতম-শেহতাজের গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা গেছে,  শেহতাজের মেহেদি রাঙা হাতে প্রীতমের নাম লেখা রয়েছে। অন্য একটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরা অস্থায় প্রীতমকে দেখা গেছে।

জানা গেছে, বছর পাঁচেক আগে ‘জাদুকর’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর কল্যাণে প্রীতমের সঙ্গে শেহতাজের পরিচয় হয়। শেহতাজ এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। সেই থেকে ভালোলাগা, এই ভালোলাগা ভালোবাসায় গড়িয়ে প্রণয়ে রূপ নিয়েছে।

প্রীতম হাসান সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসান।

এসআর

সম্পর্কিত বিষয়:

×