ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

এবার মেক্সিকোর সৈকতে অভিনেত্রী মেহজাবীন

প্রকাশিত: ২১:৩০, ২৭ অক্টোবর ২০২২

এবার মেক্সিকোর সৈকতে অভিনেত্রী মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন

এবার মেক্সিকোর সমুদ্র পাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন মেহজাবীন। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা।

শোবিজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথচলা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। 

নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যায় তাকে। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে নাটকে অভিনয় করেই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের।
নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি দেশীয় নাটকের প্রথম সারির অভিনেত্রী।

 সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। নিউ ইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। আর পাশের দেশ মেক্সিকো সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিলেন এই অভিনেত্রী।  

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×