ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদক বিক্রির হুমকি দিলেন নির্মলেন্দু গুণ

প্রকাশিত: ১২:২২, ২৬ অক্টোবর ২০২২; আপডেট: ১৮:৩৭, ২৬ অক্টোবর ২০২২

পদক বিক্রির হুমকি দিলেন নির্মলেন্দু গুণ

কবি নির্মলেন্দু গুণ

স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ হুমকি দেন। সেই সঙ্গে তিনি সরকারকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?’

তিনি আরও বলেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। 

বিদ্যুৎ সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেয়া হলো।’

এদিকে, ফেসবুকে করা কবি নির্মলেন্দু গুণের পোস্টে সবাই তাকে সমর্থনও জানিয়েছে। কবি হাবিবুর রহমান নামে একজন তার মন্তব্যে লেখেন,‘কবির সাথে আমি একমত, তাকে সকল সুযোগ সুবিধা দেওয়া হোক,কেননা আমিও একদিন রাষ্ট্রীয় পদক পাব। নোবেলবিজয়ী হতে পরি, লেখার অনেক শক্তি । কবির প্রতি আমার পূর্ণ সমর্থন রইলো।’ মায়েন চৌধুরী লেখন, ‘দাদা, গ্যাসের সাথে আপনি আপনার সম্মান স্বর্নপদক দুটি ট্রেডইন করতে চাচ্ছেন! মানতে পারলাম না।’

নূরে আলম মামুন নামের আরেকজন লেখেন, ‘এই যদি হয় রাষ্ট্রের গুণীজনদের অবস্থা তবে সাধারণ মানুষ কতটা সুখে দিনযাপন করছে ভাবাই যায়।’ হাসান হামিদ নামের একজন লেখেন, ‘আপনাকে সমর্থন করলাম দাদা। কিন্তু লাইনে কি গ্যাস থাকবে? আজকাল তো গ্যাস এই যায় এই আসে।’ সবার মন্তব্যের উত্তর দিয়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন এই কবি। 

এমএইচ

×