ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রযোজক আজিজুর রহমান বুলি আর নেই

প্রকাশিত: ১৩:৪০, ২৪ অক্টোবর ২০২২

প্রযোজক আজিজুর রহমান বুলি আর নেই

আজিজুর রহমান বুলি

প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৪ অক্টোবর) ভোররাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি। চিত্রনায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্রনায়িকা অঞ্জনা তার স্ত্রী।

সত্তরের দশকে ‘নাচের পুতুল’ ছবিটি প্রযোজনার মাধ্যমে সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। তবে ছবি পরিচালনা করতে শুরু করেন ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শেষ উত্তর’ দিয়ে। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন এ গুণী পরিচালক। তিনি ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×