মোশাররফ করিম
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আসছে ‘দাগ’ সিনেমা নিয়ে। মোশাররফ করিম অভিনেতা হিসেবে জলের মতন। সবখানে ও সব চরিত্র তিনি নিজেকে মানিয়ে নেন বিস্ময় জাগিয়ে। মঞ্চ, নাটক, সিনেমা, বিজ্ঞাপন পেরিয়ে এই অভিনেতা এখন কাজ করছেন দেশ-বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে।
সেই ধারাবাহিকতায় মোশাররফ করিমের ওটিটি সিনেমা ‘দাগ’। এটি নির্মাণ করেছেন দেশের অন্যতম প্রশংসিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
‘দাগ’-এর গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই সেটি মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলো নিয়েই এই সিনেমা। সঞ্জয়ের সঙ্গে এই গল্পে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সঙ্গে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। নির্মাতাকে ধন্যবাদ এমন একটা গল্পের সঙ্গে আমাকে রাখার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।
এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘দাগ’ প্রসঙ্গে বলেন, আমার জন্য অসাধারণ একটা জার্নির গল্প ‘দাগ’। গল্পটাকে প্রোপার একটা রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এ রকম গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না।
নির্মাতা জানান, এই গল্পে দাগ বলতে শরীরের কোনো স্পটকে বুঝানো হয়নি। এখানে সমাজের বাধাগুলোকে বোঝানোর চেষ্টা ছিল। ‘দাগ’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে পর্দায় দেখা যাবে আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ। শীঘ্রই দাগ মুক্তি পাবে যে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে।