ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শহরে নতুন বাপজান, সাবধান করে দিলেন বুবলী

প্রকাশিত: ২১:০৪, ১৪ অক্টোবর ২০২২

শহরে নতুন বাপজান, সাবধান করে দিলেন বুবলী

শেহজাদ খান বীর ও বুবলী

নায়ক শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ের ঘটনা ও প্রায় আড়াই বছরের সন্তানের ছবি প্রকাশ করে সম্প্রতি আলোচিত ও সমালোচিত হোন অভিনেত্রী বুবলী। এরপর থেকেই ক’দিন পর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 
তার ছেলে শেহজাদ খান বীরের নতুন নতুন ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী।

এবারও নতুন ভিন্ন কিছু ছবি পোস্ট করা হয়েছে শেহজাদের। ছবিতে শেহজাদকে খুবই সুন্দর লাগছে। দেখা যায়, শেহজাদের মাথায় রয়েছে ক্যাপ, দুই হাতে ব্রেসলেট, গোল গলার টি-শার্ট, গলায় রয়েছে রুপার চেইন, পায়ে কালো জুতো এবং চেশমা পড়ে বিভিন্নভাবে পোজ দিয়েছে। এছাড়া ক্যাশনে বুবলী লেখেন, ‘সবাই সাবধান!! শহরে নতুন বাপজান শেহজাদ খান বীর।’

এদিকে এই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। তাপশ কুমার নামের একজন লেখেন, ‘শাকিবের নয়াপুলা। বাবা-মায়ের মত ভালো মনের মানুষ হও।’ আল কাছির লেখেন, ‘ওহ! রোমিও!!!’ জারিন তাসনিম লেখেন, ‘মাশাআল্লাহ্ সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর।’ নেহা রহমান লেখেন, ‘ভাবছি আমার মেয়ে হলে লুকিয়ে রাখবো। কারণ, সাকিব খান এর ছেলের যেনো নজর না পরে, কারণ বাবার মতো নিশ্চয়ই ছেলে হবে 🤣দোয়া করি বড় হয়ে তুমি তোমার বাবার মতো হও😳☹️দয়ালু।’ মোহাম্মদ মিরাজ উদ্দিন লেখেন, ‘বেঁচে থাকো শুভ কামনা, বাবার মত বড় মনের মানুষ হও।’ এছাড়া আরও অনেকে ইতিবাচক-নেতিবাচক মন্তব্য করেন। 

গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এর মাধ্যমেই যেন পুরোনো আগুনে নতুন করে ঘি ঢালেন এই নায়িকা। পরে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেন শাকিবসহ সন্তানের ছবি। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×