ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়ের পিঁড়িতে কবে বসছেন রকুলপ্রীত-জ্যাকি

প্রকাশিত: ১৭:৩৭, ১৩ অক্টোবর ২০২২

বিয়ের পিঁড়িতে কবে বসছেন রকুলপ্রীত-জ্যাকি

রকুল প্রীত

বছর ঘুরলেই বলিপাড়ায় একের পর এক বাজবে বিয়ের সানাই। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রার বিয়ে নিয়ে আলোচনা চলছে বি-টাউনে। ২০২৩ সালেই নাকি তাদের চার হাত এক হবে। এমন আবহে আরও এক খ্যাতনামী দম্পতির বিয়ের খবর শোনা গেল। 

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। পাত্র প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি।

শোনা যাচ্ছে, আগামী বছরই বিয়ে করছেন রকুলপ্রীত ও জ্যাকি। তবে এখনও এই প্রসঙ্গে তারা কেউই মুখ খোলেননি। 

এই প্রসঙ্গে রকুলপ্রীতে ভাই আমন বলেছেন, জ্যাকির একাধিক ছবিতে কাজ করেছে রকুল। বিয়ে অবশ্যই হবে। তবে এখনই চূড়ান্ত কোনো পরিকল্পনা করা হয়নি। ও যে দিন বিয়ে করতে চাইবে, নিজেই সে কথা ঘোষণা করবে। জ্যাকির হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে। রকুলও খুব ব্যস্ত এখন।

অনেক দিন ধরেই জ্যাকির সঙ্গে প্রেমপর্ব চলছে রকুলের। ২০২১ সালে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত রকুলের ভক্তরা।

২০২৩ সালেই বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। ‘শেরশাহ’ ছবির পর থেকেই এই যুগলের প্রেমকাহিনী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×