
স্বস্তিকা মুখোপাধ্যায়
তর্ক-বিতর্কে মুখরিত স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই তাকে কটাক্ষ করছেন। বাদ দেননি শ্রীলেখা মিত্রও। বিতর্কের শুরুটা দুর্গা পূজার কার্নিভালে রেড রোডে উপস্থিতি থেকে হয়। সেখানে ছিলেন স্বস্তিকা। শুধু উপস্থিত ছিলেন বললে ভুল হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মমতাদিদির থেকে চকোলেট নেন, সেই ছবিও দেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন। লিখেছিলেন, অনেকদিন বাদে দেখা হল দুজনের।
কিন্তু স্বস্তিকা আর মমতার এই সাক্ষাত যেন ভাল মনে নিতে পারেনি আমজনতা। মারাত্মক ট্রোলিং চারিদিকে। কেউ বলছে ‘আপনিও চটি চাটা জানতাম না’, তো কেউ বলছে ‘আপনার কাছ থেকে এটা আশা করিনি’। এমনকি টলিউডের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রও চাঁচাছোলা আক্রমণ করেছেন। স্বস্তিকা আর মমতার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার ‘খামতি’ দিদিমণি। আপনি চোখে আঙ্গুুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার খামতিটা কোথায়।
আপনাদের মতো হতে পারলাম না এটাই তো ? ঝুঁকুন ঝুঁকুন, পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে।’ এখানেই শেষ নয়, এক নেট-নাগরিকের মমতা-স্বস্তিকাকে নিয়ে করা পোস্টে কমেন্টও করেন, ‘বাহ এই তো আমার খামতি দিদিমণি’। আর সেখানেই তার নামে উড়ে আসে একাধিক কটাক্ষ। অন্যদিকে শ্রীলেখার এভাবে স্বস্তিকাকে আক্রমণ ভাল মনে মেনে নেয়নি ‘শ্রীমতী’ অভিনেত্রীর একাধিক ভক্ত।
একজন লিখলেন, ‘আপনাকে ভাল কোনও জায়গায় ডাকে না কেউ, আপনাকে পাত্তা দেয় না, তাই এভাবে লোককে বাজে কথা বলে আপনাকে খবরে থাকতে হয়। দয়াই হয় আপনার জন্য।’ এদিকে স্বস্তিকা নিজেও মুখ খুলেছেন এই বিতর্কে। রবিবার রাতে করেছেন একটা লম্বা পোস্ট। যাতে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকোলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেয়াটা আর চকোলেট নিয়েছি ইলেকশন টিকেট নয়, চকোলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একইভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক।’