ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যমজ সন্তানের মা হলেন নয়নতারা

প্রকাশিত: ১৫:৩৮, ১০ অক্টোবর ২০২২

যমজ সন্তানের মা হলেন নয়নতারা

অভিনেত্রী নয়নতারা

হাতের ফাঁকে ছোট্ট গোলাপি দু’জোড়া পা। এক জোড়ায় ঠোঁট ছুইয়ে আদর করছেন তারকা অভিনেত্রী নয়নতারা। অন্য গোলাপি পা-জোড়ায় আদর করছেন তাদের বাবা। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট হতে না হতেই মুহূর্তেই ভাইরাল। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রবিবার সন্তানসহ ছবি পোস্ট করা হয়। সদ্য বাবা হওয়া দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবন সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘তোমাদের তিন জনকেই খুব ভালবাসি।’

দীর্ঘ প্রেমের পর গত জুনেই বিয়ে হয় নয়নতারা এবং বিঘ্নেশের। অভিনেত্রী সেই সময়েই সন্তানসম্ভবা ছিলেন। গত তিন মাসে অভিনেত্রীর মা হওয়ার পর্বেরও বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার পরিচালক স্বামী। রবিবারও অভিনেত্রীর এবং দুই সন্তানের ছবি দিয়ে বিঘ্নেশ লিখেছেন, ‘নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। আমাদের যমজ পুত্রসন্তান হয়েছে।’

ওই পোস্টেই দুই পুত্রসন্তানের নামও জানিয়েছেন বিঘ্নেশ। লিখেছেন, ‘আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ চাইছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।’

ইনস্টাগ্রামে দু’টি আলাদা আলাদা পোস্টে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন সদ্য বাবা হওয়া পরিচালক। অভিনেত্রী নয়নতারা নিজে সে ভাবে সামাজিক মাধ্যমে থাকেন না। তাই আলাদা করে তার তরফ থেকে কোনো খবর আসেনি। তবে অভিনেত্রী এবং তার দুই সন্তানের ছবির প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে। দক্ষিণের তারকারা তো বটেই বলিউডও ঢেলে শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা এবং বিঘ্নেশকে।

এমএইচ

×