ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমি তো অপু-বুবলীকেই বিয়ে করেছি: শাকিব খান

প্রকাশিত: ১৪:৫৬, ৬ অক্টোবর ২০২২; আপডেট: ১৯:৪২, ৬ অক্টোবর ২০২২

আমি তো অপু-বুবলীকেই বিয়ে করেছি: শাকিব খান

শাকিব খান

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান জানিয়েছেন, আমিতো মাত্র দুজনকে বিয়ে করেছি। এর বাইরে তো কাউকে বিয়ে করিনি।

একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নায়ক শাকিব খান।

তিনি আরও বলেন, তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে, সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কী মুখ বন্ধ করে রাখত?

নায়কের ভাষ্য, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না। সুন্দর সংসার, আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।  

সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে শাকিব খান বলেন, দু’জনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই ছেলেকেই সমান দেখভাল করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। 

ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।

এসআর 

সম্পর্কিত বিষয়:

×