ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জানুয়ারিতে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ৫ অক্টোবর ২০২২; আপডেট: ১২:২৭, ৬ অক্টোবর ২০২২

জানুয়ারিতে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা

জয়া

আসছে নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। ছবিটি মুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই।

আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।’ এদিকে নুরুল আলম আতিকও ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত।’ ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।

সম্পর্কিত বিষয়:

×