ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পূজার সাজে নুসরাত, শ্রাবন্তী ও শুভশ্রী

প্রকাশিত: ১৬:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২২

পূজার সাজে নুসরাত, শ্রাবন্তী ও শুভশ্রী

নুসরাত, মিমি ও শুভশ্রী

টলিউড নায়িকারা আগমণী, সনাতনী এবং মহিষাসুরমর্দিনী রূপে ছবি শেয়ার করেছেন মহালয়ার দিন। কেমন লাগছে তাদের? দেখে নিন নুসরাত, মিমি, শুভশ্রী ও ঋতুপর্ণাকে।

আজ মহালয়া। এ দিনটিতে পিতৃপক্ষের অবসান হয়ে, অমাবস্যা পেরিয়ে পরের দিন আসে বহু প্রতীক্ষিত দেবীপক্ষ। চারিদিকে সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টলিউড নায়িকারা আগমণী এবং মহিষাসুরমর্দিনী রূপে ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে। 

পরনে লাল পার সাদা শাড়ি, গা ভর্তি ভারী গয়না. ত্রিনয়ন আঁকা, ঢেউ খেলানো চুলে, মহালয়ার দিন এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। তাঁর এই মুগ্ধ করা ছবিতে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। 

খুব সামান্য মেকআপ, কপালে ছোট্ট লাল টিপ, লাল পাড় সাদা শাড়ি পরে মহালয়ার দিন এই ছবি নেটমাধ্যমের পাতায় পোস্ট করেছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। ঢেউ খেলানো লম্বা চুলে অপূর্ব দেখাচ্ছে নায়িকাকে। 

মহিষাসুরমর্দিনী রূপে মহালয়ার দিন টেলিভিশনের পর্দায় এভাবে ধরা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। গা ভর্তি ভারী গয়না, মাথায় মুকুট, ত্রিশূল হাতে ধরা দিয়েছেন টলি সুন্দরী। তাঁর মোহময়ী সাজে মুগ্ধ অনুরাগীরা। 

পরনে লাল পাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, গা ভর্তি গয়না; মহালয়ার দিন সকাল সকাল নেটমাধ্যমের পাতায় এই ছবি পোস্ট করেছন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। টলি সুন্দরী সনাতন সাজে আগমণী লুকের ছবি দারুণ পছন্দ করেছেন নেটিজেনরা। 

প্রথমবার ছোটপর্দায় দেবী দুর্গারূপে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেবী দশমহাবিদ্যা রূপে ঋতুপর্ণাকে দেখে মুগ্ধ নেটিজেন। জ্বর গায়ে নিয়েই মহালয়ার শ্যুটিং পর্ব সেরেছিলেন তিনি।  ঋতুপর্ণাকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

এসআর

×