ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মাঝ রাতে যা খেতে চাইলেন আলিয়া

প্রকাশিত: ২২:২০, ১৮ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ২২:২২, ১৮ সেপ্টেম্বর ২০২২

মাঝ রাতে যা খেতে চাইলেন আলিয়া

আলিয়া ভাট

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আসতে চলেছে রণবীর কাপূর ও আলিয়া ভাটের সন্তান। দুই বাড়িতেই এখন সাজ সাজ রব। আপাতত আলিয়ার সাধের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তার দুই মা। নীতু কাপূর এবং সোনি রাজদান। দুই বাড়িতে সবাই এখন হবু মাকে নিয়েই ব্যস্ত। 

অন্তঃসত্ত্বা অবস্থায় নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় হবু মাকে। ঘন ঘন ‘মুড স্যুইং’, নানা ধরনের খাবার খাওয়ার ইচ্ছা হতেই থাকে।

আলিয়ার ক্ষেত্রেও তার অন্যথা হল না। মাঝ রাতে বায়না ধরলেন নায়িকা। মধ্যরাতে মুম্বাইয়ে ভালো পিৎজা রেস্তরাঁর খোঁজ শুরু করলেন নায়িকা। এমনিতে সারা বছর কঠিন ডায়েটের মধ্যে থাকতে হয় তাদের। কিন্তু এটা তো ভালোমন্দ খাবারই সময়।

মাঝ রাতে সবাইকে জিজ্ঞেস করতে শুরু করলেন, ভালো পিৎজার দোকান কোথায়? তার উত্তর অবশ্য জানা যায়নি। সেই নিশুত রাতে রণবীর পিৎজার ব্যবস্থা করেছিলেন কি না, সেই উত্তরও মেলেনি। তবে ছবির প্রচারের পর এই মুহূর্তে মাতৃত্বযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী। 

আগামী মাসেই হবে তার সাধের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে কারিনা কাপূর থেকে শ্বেতা বচ্চনসহ উপস্থিত থাকবেন বলিপাড়ার অনেকেই।

এমএইচ

×