ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

হাবিবের ‘দ্বিপ্রহর’ গানের টিজার প্রকাশ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ২৫ আগস্ট ২০২২

হাবিবের ‘দ্বিপ্রহর’ গানের টিজার প্রকাশ

হাবিব ওয়াহিদ

প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের দ্বিপ্রহরগানের টিজারনতুন এই গানের কথাগুলো এমন- জানো নাকি ঘোর লাগা পথে হারিয়ে, খুঁজি তোমায় হারিয়ে অকারণলিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণসুর-সঙ্গীত করেছেন হাবিব নিজেই

নতুন গান প্রসঙ্গে হাবিব বলেন, গানটি আমার একক গানের প্রজেক্টদ্বিপ্রহরমূলত রোমান্টিক ধারার বিরহের গানআমার ভক্ত-শ্রোতা যে ধরনের গান প্রত্যাশা করে, এটি ঠিক তেমনই একটি গানএটি প্রকাশ হবে আমার ইউটিউব চ্যানেলেইতোমধ্যেই সামাজিক মাধ্যমে গানটির টিজার প্রকাশ হয়েছেশীঘ্রই গানটি প্রকাশ হবে হাবিব ওয়াহিদের নিজস্ব চ্যানেলেএছাড়াও স্পটিফাই, এ্যাপেল মিউজিক, ভাইভ, সপ্লাশ, স্বাধীন, জিপি মিউজিকে গানটি পাওয়া যাবে

×