ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

‘লাইভ’ সিনেমার ট্রেলার প্রকাশ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ২১ আগস্ট ২০২২

‘লাইভ’ সিনেমার ট্রেলার প্রকাশ

‘লাইভ’ চলচ্চিত্রের দৃশ্যে মাহি ও সাইমন

আলোচনা-সমালোচনার মধ্যেও নতুন চমক দেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহিসম্প্রতি নিজের অভিনীত সিনেমা আশীর্বাদপ্রচারে তাকে উপেক্ষা করায় প্রযোজকের বিরুদ্ধে সোচ্চার তিনিসিনেমাটির প্রযোজক তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন, আবার মাহিও পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেনএসব নিয়ে ইন্ডাস্ট্রিতে যখন নেতিবাচক চর্চা চলছে, তখন নতুন সিনেমার ট্রেলারে চমকে দিলেন মাহি

দেড় মিনিটের একটি ঝলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেনশুক্রবার (১৯ আগস্ট) প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা লাইভএর টিজাররহস্য-থ্রিলে ভরা সেই টিজারের মূল আকর্ষণে এ নায়িকাটিজার দেখে বোঝা যায়, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছেপুলিশ তদন্তে নেমে বিভিন্ন রহস্য খুঁজে পায়বেরিয়ে আসে অনেক অজানা ঘটনা

এতে মাহির অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শককেউ বলেছেন, মাহিয়া মাহি আপু অসাধারণ, কেউ বলেছেন, পুরো টিজারজুড়ে শুধু মাহি আপুকেই দেখেছিতিনি জাস্ট ওয়াও, আরেক দর্শক মন্তব্য করেছেন, মাহিয়া মাহি আপু চমক দিলোলাইভনির্মাণ করেছেন শামীম আহমেদ রনিএতে মাহিয়া মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদএছাড়াও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখসিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়াআগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা

এদিকে মাহিয়া মাহির আরও একটি সিনেমা রয়েছে মুক্তির মিছিলেসেটির নাম যাও পাখি বলো তারেযেটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিকএটি মুক্তি পাবে ৭ অক্টোবরলাইভনির্মাণ করেছেন শামীম আহমেদ রনিমাহি ছাড়াও এতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখশাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে

×