
‘লাইভ’ চলচ্চিত্রের দৃশ্যে মাহি ও সাইমন
আলোচনা-সমালোচনার মধ্যেও নতুন চমক দেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি নিজের অভিনীত সিনেমা ‘আশীর্বাদ’ প্রচারে তাকে উপেক্ষা করায় প্রযোজকের বিরুদ্ধে সোচ্চার তিনি। সিনেমাটির প্রযোজক তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন, আবার মাহিও পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন। এসব নিয়ে ইন্ডাস্ট্রিতে যখন নেতিবাচক চর্চা চলছে, তখন নতুন সিনেমার ট্রেলারে চমকে দিলেন মাহি।
দেড় মিনিটের একটি ঝলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘লাইভ’ এর টিজার। রহস্য-থ্রিলে ভরা সেই টিজারের মূল আকর্ষণে এ নায়িকা। টিজার দেখে বোঝা যায়, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন রহস্য খুঁজে পায়। বেরিয়ে আসে অনেক অজানা ঘটনা।
এতে মাহির অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক। কেউ বলেছেন, মাহিয়া মাহি আপু অসাধারণ, কেউ বলেছেন, পুরো টিজারজুড়ে শুধু মাহি আপুকেই দেখেছি। তিনি জাস্ট ওয়াও, আরেক দর্শক মন্তব্য করেছেন, মাহিয়া মাহি আপু চমক দিলো। ‘লাইভ’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। এতে মাহিয়া মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদ। এছাড়াও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।
এদিকে মাহিয়া মাহির আরও একটি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। সেটির নাম ‘যাও পাখি বলো তারে’। যেটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এটি মুক্তি পাবে ৭ অক্টোবর। ‘লাইভ’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।