ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

দায়মুক্তির কবিতা সামিয়া মাহি

প্রকাশিত: ২০:৪১, ১১ এপ্রিল ২০২২

দায়মুক্তির কবিতা সামিয়া মাহি

সংস্কৃতি প্রতিবেদক ॥ শুরুটা টিভি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। শখের বশেই মুরাদ পারভেজ পরিচালিত ‘তৃতীয় পুরুষ’ নাটকে অভিনয় করেন ২০১৯ সালে। এরপর থেকেই একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় নিজেকে ব্যস্ত করে তোলেন সামিয়া মাহি। নির্মাতা বদিউল আলম খোকনের ‘দায়মুক্তি’ সিনেমায় অভিনয়ের সুযোগ এসে যায় তার। মোঃ জসীম উদ্দিন প্রযোজিত কমল সরকারের গল্পে ২ ঘণ্টা ১৯ মিনিটের এই সিনেমাতে কবিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার নায়ক সাইমন। সামিয়া মাহি বলেন, ‘দায়মুক্তি’ সিনেমার গল্প মূলত বৃদ্ধাশ্রমকে ঘিরে। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই বেশ আগ্রহ নিয়েই অভিনয় করেছি। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে। মোঃ জসীম উদ্দিন জানান, এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদের পরপরই সিনেমাটি মুক্তি দেবার প্রস্তুতি চলছে। সামিয়ার অভিনয়ে প্রবল আগ্রহ আছে। সাগর জাহানের পরিচালনায় প্রচার চলতি ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’সহ ‘ভালো বাসাবাসি’, ‘হেভিওয়েট মিজান’, ‘চিত্রা তার অপেক্ষায়’, ‘নীড়ার ছাদ’ আরও বেশকিছু নাটকে অভিনয় করেন। সামিয়ার ভাষ্যমতে সাগর জাহানের নাটকে অভিনয় করেই অভিনয়ের প্রতি তার আরও ভালবাসা জন্মেছে। তার নাটকে কাজ করার সুযোগ না পেলে হয়ত তার অভিনয়ের দুনিয়ায় থাকাই হতো না। তাই সাগর জাহানের প্রতি ভীষণ কৃতজ্ঞ সামিয়া নাহি। ১৪ আগস্ট জন্ম নেয়া নাহি লালমাটিয়া কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছেন। স্বপ্ন তার অনেক বড় অভিনেত্রী হওয়া। ভালো লাগে তারিন, অপি করিম আর মাহফুজ আহমেদের অভিনয়। স্কুল কলেজে পড়াশুনাকালীন সময়ে হৃদয় খানের গানই ছিল যেন তার সার্বক্ষণিক সঙ্গী। এখনও ভালো লাগে হৃদয়ের গান। নাহি এস এম শাহীনের ‘মধুপুর’ ধারাবাহিকেও অভিনয় করছেন।
×