ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ আগস্ট ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১

পড়শীর ‘চল পাখি হয়ে উড়ি’

প্রকাশিত: ২৩:৪৮, ১৩ মার্চ ২০২২

পড়শীর ‘চল পাখি হয়ে উড়ি’

সংস্কৃতি ডেস্ক ॥ চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ক্ষুদে গানরাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু। সেটা এক যুগেরও আগের কথা। অনুরুপ আইচ ও আরফিন রুমীর হাত ধরে সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তা পান তিনি। তারপর থেকে তার জয় জয়কার শুরু হয় চারিদিকে। আরফিন রুমীর সঙ্গে তার তিনটি গান এখনও সুপারডুপার হিট। তারপর থেকে ভালোই যাচ্ছিল পড়শীর সময়। মাঝে রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও দেখা গেছে এই গায়িকাকে। মাঝে একটা সময়ে তেমন আলোচনায় ছিলেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। পরে আবার নতুন করে একের পর এক গান করে যাচ্ছেন তিনি। তরুণ গায়ক-সঙ্গীত পরিচালক আভরাল সাহিরের সঙ্গে গাওয়া ‘চল পাখি হয়ে উড়ি’ গানটি বেশ সাড়া ফেলেছে। ভালবাসা দিবসে মুক্তি পাওয়া ‘হৃদ মাঝারে’ নাটকে গানটি ব্যবহার করা হয়। যেটির পরিচালক মাহমুদ মাহিন। পরে আলাদাভাবে গানটি উন্মুক্ত করা হয় সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে ১৭ লাখের ও বেশি ভিউয়ার পেয়েছে গানটি। প্রকাশের পর নাটকের পাশাপাশি এই গানটিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এম এ আলম শুভর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির। তিনি বলেন, শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য এত সাড়া পেয়ে খুব ভালো লাগছে। মাত্র এক মাসে গানটির এই সাফল্যে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করি বছর শেষে এটি আরও ভালো অবস্থানে যাবে। উল্লেখ্য, ‘হৃদ মাঝারে’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়া আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, শরিফুল প্রমুখ।
×