ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

৩৫০ কোটিতে সালমান খান

প্রকাশিত: ০১:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২১

৩৫০ কোটিতে সালমান খান

আনন্দকণ্ঠ ডেস্ক বলিউডে সালমান খান মানে বরাবরই চমক। দর্শককে চমকে দেয়ার মতোই কাজ করতে পছন্দ করেন তিনি। ফের আরও একবার সবাইকে চমকে দিলেন তিনি। ভাইজান থাকবে না বিগ বসের শোয়ে তা কী করে সম্ভব! ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৫’। জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের পরবর্তী সিজনেও সঞ্চালক হিসাবে দেখা যাবে তাকে। চলতি সিজনে বিগ বসে সালমানের পারিশ্রমিক শুনে চোখ কপালে আমজনতার! এই সিজনের জন্য ভাইজান কত টাকা পারিশ্রমিক চেয়েছেন, জানলে চমকে উঠবে অনেকে। অবিশ্বাস্যও মনে হতে পারে! ‘বিগবস’ এ ১৪ সপ্তাহের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন তিনি ৩৫০ কোটি টাকা! শো’র লঞ্চ এবার ভার্চুয়ালি করলেন ভাইজান। ডিজিটাল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি। এমনকি, বিগ বসের ঘরে নিজের পারিশ্রমিক নিয়েও তাকে কথা বলতে শোনা গেল। যদিও পারিশ্রমিক বাড়ানো নিয়ে করা প্রশ্নে ঠাট্টার ছলে উড়িয়ে দিতে দেখা যায় তাকে। সালমান বলেন, আমি তো বিগ বসের নির্মাতাদের বারবার বলি, আমি এত পরিশ্রম করি, আমার পারিশ্রমিক আরও বাড়িয়ে দেয়া উচিত। কিন্তু কেউ আমার কথা শোনে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এমন একটা দিন আসে, যেদিন চ্যানেল আমায় বলবে, সালমান তোমার পারিশ্রমিক বাড়িয়ে দেয়া হলো। আর আমি বলব, না না দরকার নেই। আপনাদের কি মনে হয়, এমনটা হবে ? এবারের ‘বিগ বস ১৫’র থিম জঙ্গল। তবে কি, প্রতিযোগীরা ওয়াইল্ড লাইফ এক্সপেরিয়েন্সের মুখোমুখি হবেন ? সেটা নিয়েও নানা জল্পনা আছে। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আপাতত আনুষ্ঠানিকভাবে প্রতীজ সেহজপাল (বিগ বস ওটিটি-র ফাইনালিস্ট)’র নাম কনফার্ম করেছেন নির্মাতারা। আর কে কে থাকবেন এবারে ‘বিগ বস ১৫’র ঘরে তা নিয়ে উৎসাহ কাজ করছে সকলের মনে। গত ১১টি সিজনে সালমানই সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। প্রতিটা এপিসোডের জন্য সালমান আড়াই কোটি টাকা নিয়েছিলেন। সেটাও ৪ থেকে ৬ নম্বর পর্ব অনুযায়ী। ৭ নম্বর পর্ব থেকে ভাইজানের পারিশ্রমিক দ্বিগুণ করে ৫ কোটি টাকা করা হয়েছিল। এদিকে মুক্তির অপেক্ষায় আছে সালমানের ‘অন্তিম ঃ দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর দীপাবলিতেই ছবির মুক্তি চাইছেন। ওটিটি প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি। ছবিতে সালমনের সঙ্গে রয়েছেন তার ভগ্নিপতি আয়ুষ শর্মাও। এর আগে চলতি বছরে সালমান অভিনীত ‘রাধে’ সিনেমা মুক্তি পায়। তবে সিনেমাটি নিয়ে যতটুকু প্রত্যাশা ছিল সেটি দর্শকের পূরণ হয়নি। এখন অপেক্ষার পালা নতুন সিনেমায় কী চমক থাকছে সালমানের।
×