ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

অভিনয়ে ব্যস্ত শিল্পী সরকার অপু

প্রকাশিত: ২০:২৩, ৩১ মে ২০২১

অভিনয়ে ব্যস্ত শিল্পী সরকার অপু

সংস্কৃতি ডেস্ক ॥ টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন গুণী অভিনেত্রী শিল্পী সরকার অপু। মা দিবসে হাসিব রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’-এ তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ঈদে রাকেশ বসু পরিচালিত ‘রক্ত’ এবং সাগর জাহান পরিচালিত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এদিকে নাটকে অভিনয়ের পাশাপাশি শিল্পী সরকার অপু এরইমধ্যে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমা তিনটি হলো হৃদি হকের অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’, নিয়ামুল মুক্তার ‘রক্ত জবা’ এবং সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’। তিনটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। বর্তমানে তিনটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। বৈশাখী টিভিতে প্রচার সাজ্জাদ হোসেন দোদুলের ‘জমিদার বাড়ি’, এনটিভি অনলাইনে হাবীব শাকিলের ‘সৎ মা’ এবং মাছরাঙ্গা টিভিতে শামীম জামানের ‘প্রিয়জন’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। শিল্পী সরকার অপু বলেন, কিছুদিন আগে একটি ধারাবাহিকে শূটিং-এর সময় আমার মা মারা যান। শূটিং-এ থাকাবস্থাতেই নেত্রকোনাতে ছুটে যাই মার মুখখানি শেষবারের মতো দেখতে। সারাজীবনের জন্য মাকে হারিয়ে ফেললাম, অথচ মাকে কথা দিয়েছিলাম কিছুদিনের মধ্যেই মার কাছে যাব, তার কোলে মাথা রেখে একটু সুখ নেব। কিন্তু সেটা আর হলো না। এখন আর শূটিং-এ মায়ের ফোন আসে না। খুউব মন খারাপ হয়। মন খারাপের মাঝেই বাস্তবতাকে মেনে নিয়ে নাটকে, সিনেমাতে অভিনয় করে যাচ্ছি। এরমধ্যে বেশকিছু নাটকে, শর্টফিল্মে কাজ করার জন্য বেশ সাড়া পেয়েছি। আরও কিছু ভাল ভাল কাজ করছি। এরমধ্যে তিনটি সিনেমার কাজও শেষ করেছি। তিনটিই এক কথায় অসাধারণ সিনেমা হয়েছে। আমি ভীষণ আশাবাদী সিনেমাগুলো নিয়ে। শিল্পী সরকার অপু নিজেও একজন নাট্যকার। তার স্বামী নরেশ ভূঁইয়া দেশের প্রতিথযশা একজন সাংবাদিক, নাট্যপরিচালক এবং অভিনেতা। তার ছেলে ইয়াশ রোহান এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতা।
×