ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

‘বাংলার গায়েন’-এর বিচারক

প্রকাশিত: ০০:২৭, ২৩ জুন ২০২০

‘বাংলার গায়েন’-এর বিচারক

সংস্কৃতি ডেস্ক ॥ আরটিভিতে শুরু হতে যাচ্ছে ফোকগানের নতুন রিয়্যালিটি শো ‘বাংলার গায়েন’। এই আয়োজনের বিচারক হিসেবে থাকছেন এস আই টুটুল, শওকত আলী ইমন, ইবরার টিপু। নতুন এই আয়োজনে অনলাইনে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের প্রতিভাবান শিল্পীরা। এই আয়োজন সম্পর্কে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- সৃষ্টিশীল মেধা কখনও থেমে থাকে না। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে অস্থিরতা বিরাজ করছে। আরটিভি সৃষ্টিশীল কাজে বিশ্বাসী। তাই ঘরবন্দী সময়ে মানুষের গানের চর্চার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে ‘বাংলার গায়েন’ আয়োজন। ইতোমধ্যেই এটি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গণ ১১ জুন আরটিভি অনলাইনের ফেসবুক পেজে লাইভের মাধ্যমে রিয়্যালিটি শোর উদ্বোধন করা হয়। আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীতসংশ্লিষ্টরা। অনলাইনে আয়োজন উদ্বোধন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকু রহমান। বরেণ্য সঙ্গীত পরিচালক ও শিল্পী এস আই টুটুল বলেন, অনলাইনে অনেক গুণীজনের সঙ্গে যুক্ত হয়েছি, ভাল লাগছে। যে মানুষগুলো এই আয়োজনে যুক্ত হবেন, অনলাইনে হলেও আমরা যে এগিয়ে যাচ্ছি, এটা ভাল লাগছে। আমরা থেমে থাকব না, মন খারাপ করে লাভ নাই। হয়ত এক সময় চলে যাব কিন্তু ‘থেমে থাকব না’। শওকত আলী ইমন বলেন, এই মুহূর্তে এমন একটা শো দরকার ছিল। অনেক শিল্পী ঘরে বসে আছেন। তাদের একটা চর্চা করার সময়। আরটিভি যে এ সময় এগিয়ে এসেছে, সেজন্য ধন্যবাদ। আশা করি, দেশবিদেশের ভাল কিছু শিল্পী আমরা পাব।
×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে