
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বসবাসরত একদল স্বপ্নবাজ তরুণদের ব্যাচেলর জীবনের নানা ঘটনা-দুর্ঘটনা আর প্রতিদিনের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সিজন-১ এর পর এবার শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-২। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ। নির্মাতা জানান, ব্যাচেলর যখন একসঙ্গে থাকেন তখন তাদের মধ্যে নানা ধরনের ঘটনা ঘটে। সিজন-১ এ যা আমি ভিন্নভাবে ক্যামেরাবন্দি করেছি। এবার সিজন-২ তে আরও মজার মজার ঘটনা থাকবে। আগের গল্প ও চরিত্রের ধারাবাহিকতা থাকছে এবারও। এটা আসলে গল্পনির্ভর কমেডি ঘরানার নাটক। মানে এতে মজা আছে, মেসেজও আছে। আমাদের ভরসা আছে দর্শকদের প্রতি, তারা এবারও কাজটি পছন্দ করবেন। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’ প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮-১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। আর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।