ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার

প্রকাশিত: ১৯:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার

অনলাইন ডেস্ক॥ দেখতে দেখতে আট বছর পেরিয়ে গেল। ১৭ ফেব্রুয়ারি নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে দিনটিতে বিশেষ মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। মান্না একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল প্রযোজক। ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমে মান্নার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম আভিনীত ছবি তওবা (১৯৮৪)। মান্না সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে-সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, আব্বাজানা, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান নায়ক মান্না।
×