ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘ঝাল’ চলচ্চিত্রে জারা

প্রকাশিত: ০৬:১২, ৩১ জানুয়ারি ২০১৫

‘ঝাল’ চলচ্চিত্রে জারা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় মডেল ও নৃত্যশিল্পী নুর ই জান্নাত জারা। ‘ঝাল’ শিরোনামের একটি চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে জারার। জানা গেছে, ডায়মন্ড টার্চ কথাচিত্র প্রযোজিত পরিবেশিত ‘ঝাল’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন তরুণ পরিচালক এম কে জামান মাস্টার। এ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জারার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ‘ঝাল’ চলচ্চিত্রে জারার বিপরীতে অভিনয় করবেন অমিত হাসান। এ প্রসঙ্গে জারা বলেন, ‘ঝাল’ চলচ্চিত্রের কাহিনী আমার কাছে খুব ভাল লেগেছে। একটি ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘ঝাল’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেয়ার মাধ্যমে স্বপ্ন পূরণের জন্য তিনি পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানান। জারা চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চান। এজন্য তিনি সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা চান। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, ‘ঝাল’ চলচ্চিত্রে জারা এবং অমিত হাসান ছাড়া আরও অভিনয় করবেন- সাগর আহম্মেদ, শেখ মাসুম, সাগরিকা, পরাগ আহম্মেদ জাদু, সাদেক বাচ্চু, শাহিন, সিরাজ হায়দার, কালা আজিজ, রেবেকাসহ আরও অনেকে। ইতোমধ্যে চলচ্চিত্রটির ছয়টি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। শীঘ্রই চলচ্চিত্রটির শূটিংয়ের কাজ শুরু হবে বলে পরিচালক জানান।
×