ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

তাণ্ডবে নতুন লুকে শাকিব খান

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

তাণ্ডবে নতুন লুকে শাকিব খান

শাকিব খান

এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তা-ব’। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমাপ্রেমী দর্শক। ছবির কোনো লুক ও ছবি প্রকাশ যেন না হয় সেজন্য বেশ নীরবে নিভৃতে কাজ করছেন পরিচালক রায়হান রাফী। কিন্তু উৎসাহী ভক্তের আগ্রহের কাছে কড়া নিরাপত্তাও ম্লান হলো। ঠিকই ফাঁস হয়েছে শাকিবের নতুন লুকের ছবি। সেগুলো নিয়েই আলোচনা চলছে নেটপাড়ায়।
মুখ ভর্তি দাঁড়ি, পরে আছেন কমালা শার্ট, চেহারায় গাম্ভীর্য। সম্প্রতি অভিনেতা শাকিব খানের এমন লুকের কিছু ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। অনেকে নানা রকম পোস্ট করে প্রশংসায় ভাসাচ্ছেন নায়ককে। জানা গেল, এটি ‘তাণ্ডব’ সিনেমার শূটিংয়ের ছবি। 
অবশ্য অনেকে দাবি করছেন এটা মূলত রাফী ও তার টিমেরই একটি কৌশল। লুকটি নিজেরাই নেটে ছেড়ে ‘তাণ্ডব’ নিয়ে আলোচনা তুঙ্গে তুলেছেন। দেশে দেশেই সিনেমার প্রচারে এ রকম কৌশল অবলম্বন করা হয়। মোট কথা হলো, রাফীরা সফল। যে আলোচনা তারা চেয়েছিলেন সেটা করতে পেরেছেন। ঢালিউডে সিনেমা মানেই এখন সবার মুখে মুখে ‘তাণ্ডব’। 
এক ভক্ত শাকিবের ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ফাঁস হওয়া লুক দেখেই মুগ্ধ হয়ে গেলাম। কেবল তো শুরু। না জানি আরও কত চমক থাকবে ‘তাণ্ডব’ সিনেমায়। শাকিব ও রাফী জুটি মানেই দারুণ কিছু।
এদিকে ছবির নায়িকা নিয়েও আলোচনা তুঙ্গে। ছবির শূটিং সেট থেকে ফাঁস হওয়া আরেকটি ছবিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। আর সেটি স্পষ্ট করে দিয়েছে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা। এ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছে আলোচিত এ অভিনেত্রীর। জানা গেছে, ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শাকিব-সাবিলা শূটিং করছেন।

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। এতে বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন একজন অভিনেতা।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার