
কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী মৌনী রায়। সেই গুঞ্জন এ বার নিজেই সত্যি বলে মেনে নিলেন মৌনী। কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, তাঁর ইচ্ছা রয়েছে সৃজিতের পরিচালনায় অভিনয় করার।
শুধু মৌনী নন, ছবিতে থাকবেন আরেক বঙ্গতনয়া সুস্মিতা সেনও। যদিও সুস্মিতার সঙ্গে সৃজিতের কাজ করার অভিজ্ঞতা আগেই হয়েছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'নির্বাক' ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে দেখা গিয়েছিল সুস্মিতাকে। সেই ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছিল।
মৌনী এই প্রথমবারের মতো বাংলা ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন। বাংলায় কাজ করার প্রসঙ্গে প্রশ্ন উঠলে মৌনী বলেন, “আমি বরাবরই চাই সৃজিতদার ছবিতে অভিনয় করতে। যদি সুযোগ পাই, খুব খুশি হব।”
তবে শুধু সৃজিতই নয়, রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের সম্ভাবনা রয়েছে। মৌনী মনে করিয়ে দেন, 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শোতে শুভশ্রী গঙ্গোপাধায়ের সঙ্গে কাজ করতে গিয়ে রাজ-শুভশ্রীর সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। সেই প্রসঙ্গে বলেন, “শুভ আমার খুব ভালো বন্ধু। সেই সূত্রে রাজদাও আমার বন্ধুর বর। ওঁর সঙ্গেও যে কোনো সময় কাজ করতে পারব।”
সব মিলিয়ে মৌনীর মন্তব্যে বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয়ের সম্ভাবনা আরও জোরালো হলো বলেই মনে করছেন সিনে মহলের অনেকে।
রাজু