
তাকে বলা হয় দক্ষিণী সিনেমার ঈশ্বর। সুপারস্টার রজনীকান্তের খ্যাতি ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে। অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত এই কিংবদন্তি অভিনেতাকে সম্প্রতি বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে দেখা গেছে — যা মুহূর্তেই আলোচনার ঝড় তোলে।
বিমানে সাধারণ যাত্রীদের মাঝে তাকে দেখে অন্য যাত্রীরা বিস্ময়ে এগিয়ে আসেন। কারও কল্পনাতেই ছিল না, এত বড় তারকাকে এতো কাছ থেকে দেখা যাবে। বিমানের পরিবেশ যেন এক মুহূর্তে রূপ নেয় সিনেমা হলের আনন্দময় দৃশ্যে। হাততালি আর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল চারপাশ।
সব উচ্ছ্বাস হাসিমুখে সামলে রজনীকান্ত নিজ আসনে বসে পড়েন। তার এই সাধারণ অথচ মহিমাময় আচরণ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সবাই অভিভূত তার সরলতা দেখে।
রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। জীবনের শুরুটা ছিল সংগ্রামের — দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। কখনো কুলি হিসেবে পণ্য বহন করেছেন, কখনো বাসের কন্ডাক্টর হয়ে টিকিট বিক্রি করেছেন। আর আজ তিনি ৪০০ কোটি রুপির সম্পদের মালিক।
কিন্তু অর্জিত সাফল্যের পরও রজনীকান্তের জীবনযাপনে বিলাসিতার ছাপ নেই। তার সহজ-সরল জীবন দর্শন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন আজও তাকে অনন্য করে রেখেছে।
Superstar Rajinikanth turns a flight🛫 into theatre with huge reception, post Jailer2️⃣ shoot. pic.twitter.com/hOrqpRdgsS
— Manobala Vijayabalan (@ManobalaV) April 25, 2025
রাজু