ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলার পর পাকিস্তানি অভিনেতার সিনেমা বয়কটের ডাক, বন্ধ হচ্ছে মুক্তি

প্রকাশিত: ২০:১০, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১০, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলার পর পাকিস্তানি অভিনেতার সিনেমা বয়কটের ডাক, বন্ধ হচ্ছে মুক্তি

বলিউডে প্রত্যাবর্তনের খবরে আলোচনায় আসা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত সিনেমা ‘আবির গুলাল’ অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে না। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিনেমাটিতে ফাওয়াদের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। চলতি মাসের ১ এপ্রিল ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয় বিতর্ক। পাকিস্তানি অভিনেতার উপস্থিতিই মূলত এই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এরই মধ্যে কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যা সিনেমাটির বিরোধিতায় নতুন মাত্রা যোগ করে। সিনেমাটি ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হচ্ছে না।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফাওয়াদ খান অভিনীত ছবিটি ভারতে মুক্তির অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করা হবে না।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত বলেন, “এটি শুধুমাত্র একটি সিনেমার বিষয় নয়, এটি দেশের নিরাপত্তা এবং গৌরবের প্রশ্ন। আমরা বহুবার বলেছি—পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা মানে জাতির স্বার্থকে উপেক্ষা করা।”

এই পরিস্থিতিতে সিনেমাটি ভারতে মুক্তি না পাওয়ার সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বলেই মনে করছেন।

 

রাজু

×