ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইনস্টাগ্রামে গাজার পাশে অ্যাঞ্জেলিনা জোলি, ফের জানালেন সমর্থন

প্রকাশিত: ১৯:১৩, ২২ এপ্রিল ২০২৫

ইনস্টাগ্রামে গাজার পাশে অ্যাঞ্জেলিনা জোলি, ফের জানালেন সমর্থন

হলিউড অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত এবং বিশেষ দূত হিসেবে দুই দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা এই অভিনেত্রী ১৯ এপ্রিল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা সম্পর্কিত একটি প্রতিবেদন শেয়ার করেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজা বর্তমানে ‘ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্যকারীদের জন্য একটি গণকবর’-এ পরিণত হয়েছে। এতে অভিযোগ করা হয়, ইসরায়েলি বাহিনী আকাশ, স্থল ও সমুদ্রপথে নতুন করে সামরিক অভিযান শুরু করে গাজায় তীব্র আক্রমণ চালাচ্ছে। তারা জোরপূর্বক মানুষকে বাস্তুচ্যুত করছে এবং ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে, যার ফলে ফিলিস্তিনিদের জীবন পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে।

পোস্টটিতে আরও জানানো হয়, এই আক্রমণ গাজার মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের জন্যও একটি বড় হুমকি সৃষ্টি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়েছে, এই অবরোধ অমানবিক ও ধ্বংসাত্মক। একইসঙ্গে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আশাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এটি প্রথম নয়—এর আগেও জোলি গাজার পক্ষে কথা বলেছেন। প্রায় দেড় বছর আগে তিনি গাজাকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

 

রাজু

×