
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক রাজকীয় উপহার পেয়েছেন বন্ধু অনন্যা বিড়লার কাছ থেকে। উপহারটি কোনো সাধারণ কিছু নয়—৫ কোটি রুপি মূল্যের একটি ল্যাম্বরগিনি গাড়ি। গত শুক্রবার এই দৃষ্টিনন্দন গাড়িটি জাহ্নবীর বাড়িতে পৌঁছায়, যা দেখে এলাকাবাসীর মধ্যেও সৃষ্টি হয় চমক ও কৌতূহল।গাড়িটির সঙ্গে ছিল একটি লম্বা গিফট বক্স, যা বাঁধা ছিল একটি রঙিন উপহার ফিতায়। বক্সটির ওপরে লেখা ছিল একটি হৃদয়স্পর্শী বার্তা—‘ভালোবাসার সঙ্গে, অনন্যা বিড়লা।’
অনন্যা ও জাহ্নবীর বন্ধুত্ব বহুদিনের। অনন্যা বিড়লা শিল্পপতি কুমার মঙ্গল ও নীরজা বিড়লার কন্যা। তিনি কণ্ঠশিল্পী ও উদ্যোক্তা হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। ২০১৬ সালে অনন্যা তার প্রথম সিঙ্গেল ‘লিভিং দ্য লাইফ’ প্রকাশ করেন, যা প্রযোজনা করেছিলেন জিম বেঞ্জ।
তবে উপহারটি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঢেউ। বলিউডের কয়েকটি গণমাধ্যমে কানাঘুষা চলছে, অনন্যা বিড়লা নাকি একটি নতুন প্রসাধনী ব্র্যান্ড চালু করতে যাচ্ছেন এবং সেই ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে জাহ্নবী কাপুরকে চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। বন্ধুত্বের পাশাপাশি এই উপহার হতে পারে ভবিষ্যৎ ব্যবসায়িক অংশীদারিত্বের ইঙ্গিতও।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা
রাজু